শেষ ৬ ওভারে ২৬ রানের সহজ সমীকরণ। হাতে ৬ উইকেট। বাংলাদেশ জয়ের ছবিটা দেখে ফেললেও হাল ছাড়েনি শ্রীলঙ্কা। লড়াই নিয়ে গেছেন ১৯ ওভার অব্দি। মাঝের সময়টা টান টান উত্তেজনা বিরাজ করেছে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতায় গড়া ১৩ বলে শেষের ১৬ রানের অপরাজিত ইনিংস এনে দিয়েছে ২ উইকেটের দারুণ জয়।
শেষের দিকে নাটকীয় ব্যাটিং ধস বাংলাদেশকে নিয়ে গিয়েছিল হারের মুখে। সহজ ম্যাচ কঠিন করে হলেও জয়ের হাসি হেসেছে নাজমুল হোসেন শান্তর দল। ১২৫ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছায় ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো নুয়ান তুষারা ৪ ওভারে ১৮ রানে নেন চার উইকেট।
বাংলাদেশের বোলারদের কৃতিত্বের দিনে তাওহিদ হৃদয় খেলেন ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। সমালোচনার জবাবে দায়িত্বশীল ইনিংসে দলকে ভালো অবস্থানে নিয়ে যান লিটন দাস। ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।
বাকি পথটা সহজে পাড়ি দিতে পারেনি বাংলাদেশ একের পর এক উইকে হারিয়ে। ২২ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। মাহমুদউল্লাহ টিকে থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম ম্যাচে জয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। হ্যাটট্রিকের সম্বাবনা।
ওপেনারদের দুর্দশা কাপেনি বিশ্বকাপের মূল ম্যাচেও। শ্রীলঙ্কার দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যেও শুরুতে স্বস্তিতে খেলা উপভোগ করতে পারেননি দর্শকরা। কেননা ২৮ রানে উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে হৃদয়ের চার ছক্কার ইনিংসে জয়ের পাল্লা ভারী হয় টাইগারদের। চতুর্থ উইকেটে আসে ৬৩ রানের জুটি।
ইনিংসের ১২তম ওভারের প্রথম তিন বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হ্যাটট্রিক ছক্কা মারেন তাওহিদ। অবশ্য পরের বলে ধরা পড়েন।
৬ রানের মধ্যে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুত ফিরেছেন সাজঘরে। পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে টিম টাইগার্স।
প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে ফেরেন সৌম্য। ৩ রানে আউট হন তানজিদ। শান্ত ১৩ বলে ৭ রানে ফেরেন সাজঘরে
অন্য দিকে ভালো শুরুর পরও বাংলাদেশের বিপক্ষে লড়াকু সংগ্রহ পায়নি শ্রীলঙ্কা। প্রথম ৫ ওভারে ৫৩ রান তোলার পরও দেড়শর কাছে যেতে পারেনি তারা। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজুর রহমান প্রথম বলেই উইকেট তোলার পর থেকে সব কিছুই যেতে থাকে বাংলাদেশের পক্ষে।
বাঁহাতি পেসারের পাশাপাশি রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে শ্রীলঙ্কা।
ডালাসের উইকেট দেখে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে হয়েছে শুরুতে বোলাররা মুভমেন্ট পাবেন। সে আশায় টসে জিতে আগে বোলিং বেছে নেন তিনি। রিস্ট স্পিনার রিশাদ দেখান দারুণ ভেলকি। পর পর দুই বলে উইকেট তুলে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।
মোস্তাফিজ ১৭ ও রিশাদ ২২ রান খরচায় তিনটি করে উইকেট নেন। তাসকিন পরে পান আরও একটি সাফল্য। নিজের ও ইনিংসের শেষ ওভারে একমাত্র শিকারের দেখা পান তানজিম সাকিব।
ধনাঞ্জয়া ২১, চারিথ আশালঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।