বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে সম্প্রতি বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার নিমিত্তে এলাকা পরিদর্শন করেছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি । এসময় তিনি রাজাপুর, আকিল পুর, রসুলপুর, শাখারীকোনা, মুন্সীর গাঁও, সোনাপুর, নোয়াগাঁও, গ্রাম পরিদর্শন করেন এবং আকিলপুর, সোনাপুর, নোয়াগাঁও এবং মুন্সীর গাঁও এ পৃথক পৃথক মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন সকল কিছুর উর্ধ্বে উটে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই ।
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এ্যাডভোকেট মো: নুরুজ্জামানের সভাপতিত্বে ইউপি সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় সোনাপুর গ্রামে।
নুর উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ইউসুফ শাহানের পরিচালনায় নোয়াগাঁও গ্রামে, তাজ উদ্দিনের সভাপতিত্বে আজাদ হোসেনের পরিচালনায় শাখারীকোনা গ্রামে, সাবেক চেয়ারম্যান লালা মিয়া‘র সভাপতিত্বে সেকুল ইসলাম আফিকের পরিচালনায় আকিলপুর গ্রামে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৭ নং ওয়ার্ডের সদস্য এনামুল হক এনাম, সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, প্রবীন শালিস ব্যক্তিত্ব শামছ উদ্দিন, সমাজ সেবক মো:আব্দুস শহিদ, সেবুল আহমদ, ইউ/পি সদস্য চমক আলী। হাফিজ কারী নূর মোহাম্মদ তালুকদার, মাওলানা আবু তায়িব মো: বেলাল ও সদরুল আলম নাহিস গং প্রমুখ।