ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আমরা এখন পর্যন্ত জানি না কেন ওমান বাংলাদেশিদের ভিসা নিষিদ্ধ করল: আবুল বাশার।

অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ওমানে আমাদের বাংলাদেশ থেকে টেকনিক্যাল সেক্টরে কর্মী যায়। ভিসা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল সেক্টরে কর্মী যাওয়ার পথও বন্ধ হয়ে গেল। এর ফলে বাংলাদেশের একটি বড় ক্ষতি হলো। আমাদের দেশে টেকনিক্যাল সেক্টরে যাওয়া কর্মীদের কাছ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।

সেই রেমিট্যান্স আসা পুরোপুরি বন্ধ হয়ে যাব। বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার।

আবুল বাশার বলেন, ‘ওমানে প্রতিবছর দেড় লাখেরও বেশি কর্মী কর্মসংস্থানের জন্য গিয়ে থাকে। বাংলাদেশ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখের মতো কর্মী গেছে।

আমাদের হিসাব ছিল এ বছর আমরা দুই লাখের মতো কর্মী পাঠাব। এটি শ্রমবাজারের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়েছে।’বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, মোট কর্মসংস্থানে তৃতীয় হলেও কয়েক বছর ধরে কর্মী পাঠানোর হিসাবে দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখের বেশি কর্মী পাঠানো হয়েছে।
গত বছর দেশটিতে গেছেন এক লাখ ৭৯ হাজার ৬১২ বাংলাদেশি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কর্মী গেছেন এক লাখ ছয় হাজার ৮৪৮ জন।এদিকে ওমানে বাংলাদেশিদের ভিসা নিষিদ্ধের কারণ জানে না সেখানকার বাংলাদেশ দূতাবাস। এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম উংয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওমানের এক কাউন্সিলর। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত জানি না কেন তারা (ওমান) বাংলাদেশিদের ভিসা নিষিদ্ধ করল।
আগামীকাল (বৃহস্পতিবার) আমরা ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাছ থেকে অ্যাপয়েন্ট নিয়েছি। আমরা আগামীকালই তাদের কাছ থেকে জানতে পারব কেন তারা বাংলাদেশিদের ভিসা নিষিদ্ধ করল।’তবে বাঙালি কর্মী বেশি হয়ে যাওয়াও বন্ধের একটি কারণ হতে পারে বলে তিনি মনে করেন।তিনি বলেন, ‘কর্মী বেশি হওয়াও একটি কারণ হতে পারে। প্রচুর কর্মী বেকার অবস্থায় রয়েছে। আর এই বেকার অবস্থায় আমাদের বাঙালিরাই বেশি রয়েছে।

কাজের পরিবেশটাও খুব একটা ভালো না। এ জন্য হয়তো বা প্রাথমিকভাবে বন্ধ রেখেছে। আশা করি তাড়াতাড়ি এটি চালু করে দেবে।’

গতকাল মঙ্গলবার বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে ওমান।

পাশাপাশি ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় ওমানে গিয়ে ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন ভিসা বন্ধ থাকবে বলে রয়াল ওমান পুলিশের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়।

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।

এর আগে চলতি বছরের ১ আগস্ট নারী এমপি খাদিজাতুল আনোয়ার সনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন।

আটক হওয়ার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউস মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। খবর: কালের কন্ঠ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।