ঢাকাশুক্রবার , ১২ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের ভূ‌মিকার কথা ব‌ল্লেন ডেপু‌টি স্পিকার।

অনলাইন ডেস্ক।
ফেব্রুয়ারি ১২, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, উত্তরাঞ্চলে উৎপাদিত খাদ্য পণ্য সারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখে।

আজ শুক্রবার রাজধানীর পল্টন টাওয়ারে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে গাইবান্ধার বালাশি ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণে রংপুর বিভাগ সাংবাদিক সমিতিকে আরও তৎপর হতে আহ্বান জানান।

রংপুরের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার উত্তরাঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ের ওপর সবাইকে গুরুত্বারোপ করতে বলেন।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মাকছাদুর রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান রাঙ্গাঁ এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।