ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ক‌বিতাঃ “একান্ত একাকীত্ব”

ক‌বিঃ আঁখী নূর
জানুয়ারি ২২, ২০২৩ ৯:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

“একান্ত একাকীত্ব”
———————————

একা থাকা মানে
কিন্তু একাকীত্ব হওয়া নয়,
চাইলেই কি একা থাকা যায়?

প্রকৃত অর্থে মানুষ কখনো
একাকিনী হয় না,
একা থাকা সময়গুলিতেও
মনের মধ্যে বসবাস করা মানুষ গুলি
তার চারপাশ ঘিরে থাকে!

স্বপ্নচারী হয়ে মনোজগৎ দাপিয়ে বেড়ায়
অদৃশ্য কিছু পদচারণ,
ভাবতে ভাবতে মায়াবী মনের দু’চোখ দরজায় গিয়ে আটকায়,
কিছু আকাঙ্ক্ষা বুকের ভিতর তরপায়
এই বুঝি কেউ এলো,
ভালোবাসাময় আদর দিয়ে
আমায় জরিয়ে নিলো…!

ঘোর কেটে গেলে বাস্তবতার আচমকা আঘাত স্পষ্ট করে বুঝিয়ে দেয়,
আরে পাগল,
তুই স্বপ্নের জগতে ছিলি এতোক্ষণ!
পৃথিবীতে বাসরত অবস্থায়
কেউ কখনো একা হয়না রে,
একা হয় শুধুমাত্র মরনের পরে,
নিজের একমাত্র আপন ঘরে!

মানুষের মনোজগৎ অনেকের আবাসস্থল,
তাই বেঁচে থেকে নিজেকে আর
ভাবিস না কখনো একা,
শারীরিক দূরত্ব সে তো নির্বাসন সমতুল্য,
নিয়তিরই কোন লিখা!
তাই বেঁচে থাকা অবস্থায় নিজেকে
আর ভাবিস না কখনো একা!
———————————————————–
উপলব্ধির চতুষ্কোণ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।