ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চাকরিতে ৩৫ বছর করার দাবি, শাহবাগে আন্দোলনকারীদের পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২২ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাকরির বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধের সময় চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত এবং একজনকে আটক করা হয়।

আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। লাঠিচার্জ ও আটকের কথা অস্বীকার করে শাহবাগ থানা পুলিশ জানায়, সেখানে তারা রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে আমরা তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করেছি। কাউকে আটক করা হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে চাকরির বয়স ৩৫ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশী যুবসমাজের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উদ্দেশে একটি মিছিল বের করে। কিন্তু মিছিলটি শাহবাগে গিয়ে অবরোধে রূপ নেয়। দীর্ঘ ৩৫ মিনিট তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এ সময় চার দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ তাদের ওপর বেধড়ক লাঠি চার্জ শুরু করে। এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। আন্দোলনের সমন্বয়ক ইবনে তানজিল আহমেদকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন ফটো সাংবাদিকের ওপর চড়াও হয় রমনা জোনের এডিসি হারুন। সাংবাদিকদের অভিযোগ, তাদেরকে ধাক্কা দিয়ে হারুন সেখান থেকে সরিয়ে দেন।
আন্দোলনকারীদের একজন নয়া দিগন্তকে জানান, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠি চার্জ করেছে। আমাদের অনেক আহত হয়েছেন। আমরা আমাদের দাবি না আদায় করে এখান থেকে যাবো না। আমাদের ভাইকে মুক্ত না করে আমরা এখান থেকে যাবো না।
লাঠিচার্জের পর এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত ৮টা) আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের ২নং গেটের সামনে অবস্থান করছিলেন। এর আগে জাতীয় জাদুঘরের সামনের মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবিটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল। আমরা দীর্ঘ দিন ধরে এই দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের যৌক্তিক দাবির প্রতি তারা কোনো ভ্রƒক্ষেপ করছে না। আমাদের দেশে বিসিএসে মোট প্রার্থীর দুই শতাংশেরও চাকরি হয় না বরং চাকরির ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেয়াই একটা প্রহসন। পৃথিবীতে একমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানেই এটা হয়।
ঢাকা মহানগর ছাত্রলীগের সহসভাপতি আল মামুন বলেন, নিজের বিবেকের তাড়নায় ভাইদের সাথে সংহতি প্রকাশ করতে আমি এখানে এসেছি। প্রায় ১০ বছর ধরে এই আন্দোলন চলে আসছে। এই যৌক্তিক দাবি পূরণে এত সময় লাগার কথা না। কেন এত সময় লাগছে সেটা আমরা জানি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।