ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা।

অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

২০২৩ সালে সমাজ ও নারী জাগরণে বিশেষ ভূমিকা রাখার জন্য পাঁচ নারী পেয়েছেন জয়িতা সম্মাননা। তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত পাঁচ নারী হলেন– আনার কলি, কল্যানী মিনজি, কমলি রবিদাশ, জাহানারা বেগম ও পাখি দত্ত। এসময় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা পদক, এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ হিসেবে ময়মনসিংহের ব্যবসায়ী আনার কলিকে সম্মাননা দেয়া হয়। ‘শিক্ষা ও চাকরি’ ক্ষেত্রে রাজশাহীর কল্যাণী মিনজি (ওরাও সম্প্রদায়), ‘সফল জননী নারী’ ক্ষেত্রে সিলেটের চা শ্রমিক কমলি রবিদাশ সম্মাননা পান।

এছাড়া, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরিতে বরগুনার জাহানারা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অবদান’ রাখার ক্ষেত্রে খুলনার পাখি দত্তকে (তৃতীয় লিঙ্গ) জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়।

/এমএইচ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।