রাজধানী
২২শে আগস্ট, শনিবার রাত আনুমানিক ০৮:০০ টায় ছয় তলা বাসার ছাদের পানির হাউস ভেঙে পাশের টিনসেড বাড়ির ওপর পড়লে এতে রিমা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাজধানীর উত্তর কমলাপুরে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
ঘটনার পর গুরুতর অবস্থায় আহত রীমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় রীমা আক্তারের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি দৈনিক অপরাজিত বাংলাকে নিশ্চিত করেন।
দুর্ঘটনা কবলিত বাড়িটির প্রতিবেশী ব্যাক্তি জানান, “রাত ৮ টার দিকে প্রচন্ড বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠে। সবাই আতংকিত হয়ে পড়ে। পরে দেখতে পাই আহসান উল্লাহ ভাইয়ের বাসার টিনের ছাদে পাশের ছ’তলা বিল্ডিংয়ের পানির টাংকি ভেঙ্গে পড়েছে।” এ বিষয়ে ছ’তলা বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বলার চেষ্টা করা হলেও মালিককে খুঁজে পাওয়ায় যায় নি।
নিহত রীমা আক্তার ৩ সন্তানের জননী ছিলেন। তার স্বামীর নাম আহসান উল্লাহ।