ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আমাদেরকে আস্থায় নিচ্ছে না, আমাদেরকে মানেই না- ইসি।

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘সর্বশেষ এপ্রিল মাসে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের আমরা আসতে বলেছিলাম, চায়ের দাওয়াত দিয়েছি, বলেছিলাম আসেন কথা বলি, কিন্তু তারা আসেননি। বিএনপি আমাদেরকে আস্থায় নিচ্ছে না। আমাদেরকে মানেই না।
তারা আমাদের সঙ্গে কথা বলবেন না। এরপর আর কিছু বলার থাকে না। আমরা তো তাদেরকে জোর করে আনতে পারব না।’
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময়সভার প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে আইন-শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসন এ আয়োজন করে। এ সময় নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান আরো বলেন, ‘আমরা আমাদের কর্তব্য যতটুকু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। এর বাইরে রাজনৈতিক বিষয় আমাদের না।
রাজনৈতিক বিষয় রাজনীতিবিদরাই সমাধান করবেন। কিভাবে সমাধান করবেন, সেটা তাদের বিষয়। তাদের মাঝে আমরা ঢুকবও না।’ইসি আনিছুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে এখনো কোনো কিছু বলতে পারছি না। তাদের সঙ্গে বসব কি বসব না- তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেব।
দ্বাদশ সংসদ নির্বাচনে কী কী পদক্ষেপ নিয়েছি তখন তাদের জানানোর প্রয়োজন হবে।
প্রার্থী ভোটের দিন যেকোনো কেন্দ্রেই যেতে পারবেন।
এতে কোনো বাধা নেই। তবে নিরাপত্তার খাতিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে যাওয়া উত্তম।
এতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা দিতে পারবে আইন-শৃঙ্খলা বাহিনী।’নির্বাচন কমিশনার আরো বলেন, ‘ভোটার না আসার মতো কোনো পরিবেশ আমাদের সময়ে এখনো সৃষ্টি হয়নি।প্রার্থী ও তাদের প্রতিনিধিরা যত বেশি ভোটারদের কাছে যাবেন, ভোট দিতে ভোটাররাও তত বেশি আগ্রহ প্রকাশ করবেন।

এর চেয়ে বেশি সহায়তা হয়- ডিসি ও এসপি যদি স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।

আর জনগণের কথা আমি কী বলব। আমাদের কাজ আমরা করছি। নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দিচ্ছি।’

তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনে হিরো আলমের সঙ্গে যে ঘটনা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়। নির্বাচন শেষ হওয়ায় প্রায় আধাঘণ্ট আগে ঘটেছে। কিছু অতিউৎসাহী লোক ঘটনাটি ঘটিয়েছে।

আসলে তারা ভালোর জন্য কিছু করে না। পণ্ড করার জন্যই করে। এ জন্য তৎপরতা বৃদ্ধি করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি।’

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, কুমিল্লা নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

উল্লেখ্য, ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান লক্ষ্মীপুর সফরে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।