এক পর্যায়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা আসবে বিএনপির।
তারা নির্বাচনেও আসবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
আগারগাঁও নির্বাচন ভবনে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ আশাবাদব্যক্ত করেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, ভোটের নানা প্রস্তুতি নিতে শুরু করেছি আমরা।
নির্বাচন নিয়ে সমালোচনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।
একটা সময় আসবে তখন বিএনপি নির্বাচন কমিশনের ওপর আস্থা করবে। তারা নির্বাচনেও আসবে।
আগের নির্বাচন নিয়ে নানা কথা প্রচলিত আছে জানিয়ে এই নির্বাচন কর্মকর্তা বলেন, সত্য-মিথ্যা জানি না।
জাতীয় নির্বাচনের সমালোচনা এড়াতে ভোটের আগের দিন কেন্দ্রে ব্যালট নয়, যাবে ভোটের দিন সকালে।
নির্বাচন কমিশনার আশা করেন, রাজনৈতিক অস্থিরতাও ধীরে ধীরে কমে যাবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।