ঢাকাবৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র মন্তব্য‌কে প্রত্যাখান ক‌রে বাংলা‌দে‌শের তীব্র প্র‌তিবাদ।

অপরা‌জিত বাংলা ডেস্ক।
জানুয়ারি ১৪, ২০২১ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে করা মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পম্পেও বলেছেন বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দা হামলা চালিয়েছিল, ভবিষ্যতে এমন হামলার আশঙ্কা রয়েছে। একজন সিনিয়র নেতার এমন দায়িত্বহীন মন্তব্য দুঃখজনক ও অগ্রহণযোগ্য।’

এই ধরণের ভিত্তিহীন মন্তব্য ও মিথ্যাচারকে বাংলাদেশ তীব্রভাবে প্রত্যাখ্যান করে। বাংলাদেশে আল-কায়দার উপস্থিতির প্রমাণ নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশে সকল প্রকার সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে একটি ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখেছে, এবং এই বিপর্যয় মোকাবেলায় সম্ভাব্য সকল পদক্ষেপ ও পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের ট্র্যাক রেকর্ড আমাদের বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের প্রতিশ্রুতি অনুসারে আমরা চৌদ্দটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের একটি দল হয়েছি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক ‘প্রতিরোধমূলক’ উদ্যোগের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছি। বাংলাদেশ বিবেচনা করে যে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অফ বাংলাদেশকে আল-কায়েদা অভিযানের সম্ভাব্য অবস্থান হিসাবে উল্লেখ করে, তা সত্যিই ভিত্তিহীন এবং এর প্রমাণ নেই।

এ জাতীয় দাবি প্রমাণ সহ প্রমাণিত হতে পারলে বাংলাদেশ সরকার এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে খুশি হবে। তবে জল্পনা-কল্পনার বাইরে এ জাতীয় বিবৃতি দেওয়া হলে বাংলাদেশ এটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বিবেচনা করে, বিশেষত দু’দেশের বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের পরিপ্রেক্ষিতে অংশীদারি মূল্যবোধ, শান্তি ও সাধারণ লক্ষ্যের ভিত্তিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।