ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শতাব্দীর ভয়াবহ বন্যার ঝুঁকিতে চীন।

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ২২, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে চীনে। দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। 

সংবাদমাধ্যমগুলো বলছে, পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকির মুখে পড়েছে ১২ কোটি ৭ লাখ মানুষ।

পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শিজিয়াং এবং বেইজিংয়ের নদী ও উপনদীর অববাহিকার কয়েকটি অংশে পানির স্তর এমনভাবে বেড়ে গেছে, যা ৫০ বছরে একবার হওয়ার সম্ভাবনা থাকে।

এ অবস্থায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। দুর্যোগের মুখে পড়া মানুষেরা যাতে খাবার, কাপড়, পানি এবং নিরাপদ আশ্রয় পায় তা নিশ্চিতে দুর্যোগ মোকাবেলা তহবিল বরাদ্দ দেয়া হয়েছে।

গত শনিবার রাত ৮টা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত চলে ১২ ঘণ্টা ধরে। এতে গুয়াংডংয়ের মধ্য ও উত্তরের বহু জায়গাসহ ঝাওকিং, শাগুয়ান, কিংগুয়ান এবং জিয়াংমেন নগরীও পানিতে সয়লাব হয়ে গেছে। সেসব জায়গায় মানুষকে উদ্ধারে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।