খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ শেষ দিনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এ সময় হাজিনগর মন্দির কমিটির সভাপতি বিভূতিভূষণ, জীবন মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীর উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।