মিয়ানমারের পরিস্থিতি যাই হোক দেশে আর কোন রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার রাজধানীর পূর্বাচলে বসুন্ধরা কভেনভেনশন হল আয়োজিত জঙ্গীবিরোধী ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশের জঙ্গী নির্মূলের পাশাপাশি বিদেশি জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদীদের রুখতে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। কোন অস্থিরতার সুযোগে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে তা রুখে দেয়া হবে।
এদিকে, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় ব্যস্ত থাকে পুলিশ। এ সুযোগে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে জানিয়ে জঙ্গিদমন ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ হামলার পর জঙ্গি দমনে বিশেষ গুরুত্ব দিয়ে পরের বছর এন্টি টেরোরিজম ইউনিট-এটিইউ গঠন করে সরকার। দেখেতে দেখতে ৫ বছরে জঙ্গীবিরোধী ইউনিটটি। রাজধানীর পূর্বাচলে বসুন্ধরা কভেনভেনশন হল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতেই জঙ্গি দমনে এটিইউয়ের ৫ বছরের সাফল্য তুলে ধরেন ইউনিটটির প্রধান।
পরে সাবেক ইউনিট প্রধান, বর্তমান ডিএমপি কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা রোধে পুলিশের ব্যস্ততার সুযোগে মাথাচাড়া দেয় জঙ্গিরা। এরই মধ্যে তেমন আলামতও দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে পুলিশ প্রধান বেনজীর আহমেদ জানান, অন্যান্য দেশে জঙ্গি হামলায় অনু্প্রাণিত হয়েই দেশে জঙ্গি হামলা হয়। বৈশ্বিক জঙ্গিবাদ দমন না হলে দেশেও পুরোপুরি নির্মূল করা কঠিন বলে দাবি তার।