ওমানে আমাদের বাংলাদেশ থেকে টেকনিক্যাল সেক্টরে কর্মী যায়। ভিসা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল সেক্টরে কর্মী যাওয়ার পথও বন্ধ হয়ে গেল। এর ফলে বাংলাদেশের একটি বড় ক্ষতি হলো। আমাদের দেশে টেকনিক্যাল সেক্টরে যাওয়া কর্মীদের কাছ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।
সেই রেমিট্যান্স আসা পুরোপুরি বন্ধ হয়ে যাব। বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার।
আবুল বাশার বলেন, ‘ওমানে প্রতিবছর দেড় লাখেরও বেশি কর্মী কর্মসংস্থানের জন্য গিয়ে থাকে। বাংলাদেশ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখের মতো কর্মী গেছে।
কাজের পরিবেশটাও খুব একটা ভালো না। এ জন্য হয়তো বা প্রাথমিকভাবে বন্ধ রেখেছে। আশা করি তাড়াতাড়ি এটি চালু করে দেবে।’
গতকাল মঙ্গলবার বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে ওমান।
পাশাপাশি ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় ওমানে গিয়ে ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন ভিসা বন্ধ থাকবে বলে রয়াল ওমান পুলিশের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়।
তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।
এর আগে চলতি বছরের ১ আগস্ট নারী এমপি খাদিজাতুল আনোয়ার সনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন।
আটক হওয়ার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউস মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। খবর: কালের কন্ঠ।
