ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের বিবৃতির প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী।

অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সাম্প্রতিক বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ। ফলে সরকার এর প্রতিবাদ জানাবে। এমনটাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের সব লোক মার্কিন সরকারকে নিয়ে খেলা করছে।

ওএইচসিএইচআর গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সংকটের এ সময়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

সেই সঙ্গে এতে ২৮ অক্টোবরের ঘটনার জন্য মুখোশধারীদের দায়ী করা হয়। জাতিসংঘের ধারণা মুখোশধারীদের অনেকেই সরকার সমর্থক।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের অনেকগুলো বর্ণনা বেশ ত্রুটিপূর্ণ।

সেগুলো আসল ঘটনাবিবর্জিত। আমরা এর একটা প্রতিবাদ পাঠাবো। আমরা মনে করি তারা যথাযথভাবে অবহিত নন। তাদের তথ্যে ঘাটতি আছে। এ রকম প্রতিষ্ঠানগুলোর তথ্যের ঘাটতি থাকা খুবই দুঃখজনক।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশে চলমান বিক্ষোভের মধ্যে একের পর এক সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

দেশটিতে সামনে জাতীয় নির্বাচন থাকায় আমরা রাজনৈতিক সব পক্ষের প্রতি এটা স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি যে, এমন সহিংসতা গ্রহণযোগ্য নয়।

সেই সঙ্গে সহিংসতা উসকে দেয়-এমন বক্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকতেও আমরা রাজনীতিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির অফিসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফীর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি খুবই দুঃখজনক যে আমাদের দেশে মার্কিন সরকারকে নিয়ে সব লোক খেলা করছে।

এটি খেলার মতো হয়ে গেছে। তিনি বলেন, এটি লজ্জাজনক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এত বোকা লোক না। একজন ব্যক্তি তার (বাইডেনের) উপদেষ্টা হিসেবে দাবি করেন।

তিনি বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং এর আগে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করেন। সংবাদ সম্মেলনে তার (মিয়া আরেফী) দুই পাশে বিএনপির নেতারা বসে আছেন।

‘মিয়া আরেফী একজন ভুয়া ব্যক্তি’ জানিয়ে আব্দুল মোমেন বলেন, বিএনপি সবসময় ভুয়া নিয়ে ব্যস্ত থাকে। যুক্তরাষ্ট্রের উচিত এই ভুয়া লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।