ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘যারা বিদেশে বসে গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। নির্বাচন নিয়ে অনেক গুজব ছড়ানোর চেষ্টা হবে জানিয়ে তিনি বলেন, কেউ যাতে অপপ্রচার ছড়াতে না পারে- সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে অনেকে গুজব ছড়াচ্ছে…। সজীব ওয়াজেদ জয়কে নিয়েও গুজব ছড়ানো হয়েছে যে, তিনি আমেরিকায় নেই। যারা বিদেশে বসে গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা হয়েছে। সেই দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ড. হাছান মাহমুদ বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে এই গুজব ছড়ানোর জন্য বিএনপি-জামায়াত তাদের (গুজব সৃষ্টিকারীদের) নিয়মিত পয়সা দেয়। এগুলো তাদের এজেন্ট। আবার পয়সা না দেওয়া ও কম দেওয়ার প্রেক্ষাপটে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, সেটার অডিও ভাইরাল হয়েছে।

গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের বিষয়ে নোটিফাই করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে কয়েক জায়গায় মামলাও হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী মামলা করতে আমাদের দলের নেতাদের বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।