ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আদালত-ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও বিচারকদের বহনকারী গাড়ী-বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এ নির্দেশনা দিয়েছেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারক সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্মারকে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সম্প্রতি মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ও জেলা জজ আদালত, খুলনায় বোমা হামলা হয়েছে। ইতোপূর্বে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচার প্রার্থীকে হত্যার ঘটনা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে সারা দেশের বিচারকগণ চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করা অতীত জরুরী। প্রধান বিচারপতি সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন।
স্মারকে সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনে সার্বক্ষণিক পুলিশ প্রহরা ও পর্যাপ্ত পুলিশ ফোর্স প্রদানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। পুলিশের মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশনার পাশাপাশি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সকল জেলা ও দায়রা জজ, সকল মহানগর দায়রা জজ, সকল বিভাগীয় বিশেষ জজ, বিশেষ জজ আদালতসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনার অনুলিপি দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।