ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ বুধবার শপথ নেবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ কথা জানান।

জাতীয় সংসদের শপথকক্ষে আজ বুধবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। নতুন মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

সবশেষ মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রীসহ মোট ৪৪ জন সদস্য ছিলেন। এর মধ্যে ৩ জন এবারের নির্বাচনে দল থেকে মনোনায়ন পাননি। আর ৩ জন নির্বাচনে হেরেছেন।

সরকারের চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখার পাশাপাশি ত্বরান্বিত করতে আগামী মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আসবে বলে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে শপথের জন্য নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের তালিকা এখনও মন্ত্রিপরিষদ বিভাগে আসেনি বলে জানান তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরপরই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে সবই নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপর।

গত রোববার জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দিন ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হলেও অনিয়মের অভিযোগে ময়মনসিংহ–৩ আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নওগাঁ–২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করে ইসি। এই আসনে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

মোট ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করে ইসি। এতে দেখা যায়, আওয়ামী লীগ এককভাবে ২২২ আসনে জয়লাভ করে। এছাড়া জাতীয় পার্টি ১১টি, কল্যাণ পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল একটি করে আসনে জয়লাভ করে। এছাড়া এবার চমক জাগিয়ে ৬২টি আসনে জয় পায় স্বতন্ত্র প্রার্থীরা।

এরই মধ্যে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, রাশিয়া, চীন, জাপানসহ অনেক দেশ।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হয় ১ থেকে ৪ ডিসেম্বর। আর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ করা হয় ১৮ ডিসেম্বর। ওই দিনই প্রচার শুরু করেন প্রার্থীরা। এরপর গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলে প্রচার।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৮টি দল অংশ নেয়। বিএনপিসহ বাকি সমমনা দলগুলো অংশ নেয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।