বিআরটিএ’র হুঁশিয়ারি সত্বেও কাউন্টারে এখনও ভাড়ার তালিকা টানায়নি দূরপাল্লার বাসগুলো। সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ বিষয়ে আবারো তাদের সতর্ক করে সোমবার থেকে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
এদিকে সড়কপথে যাত্রী চাপ এখনো তেমন একটা নেই। স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন মানুষ।
সায়দাবাদ বাস টার্মিনালে রোববার সকালে ঈদের দুদিন আগে হলেও যাত্রীর চাইতে বাসের সংখ্যাই ছিলো বেশি। তাই নিজ নিজ পরিবহনে যাত্রী টেনে নেবার চেষ্টায় ছিলো পরিবহন শ্রমিকরা।
শ্রমিকরা বলছেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার সায়দাবাদে যাত্রী চাপ একেবারেই নেই। যাওয়া আসার তেলের টাকা উঠবে কিনা তাই নিয়েই শঙ্কা।
পরিবহন মালিকরা বলছেন, পোশাক কারখানার ছুটি শুরু হলে সোমবার থেকে যাত্রী চাপ বাড়তে পারে।
সায়দাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, আবুল কালাম বলেন, পরশু দিন যে গাড়ি আসছে, সে আর যেতে পারেনি। যেখানে গাড়ি যাওয়ার কতা ছিলো ১২০০, সেখানে গেছে ২৬০টি গাড়ি।