লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াকার-উজ-জামান আগামী ২৩ জুন থেকে জেনারেল পদবীতে পদোন্নতির পাশাপাশি পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাকে তিন বছরের জন্য সেনাপ্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন এই পদে নিয়োগ পেয়েছিলেন। সে হিসেবে আগামী ২৩ জুন জেনারেল শফিউদ্দিন আহমেদের দায়িত্বের তিন বছর পূর্ণ হচ্ছে।
/এনকে
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।	
                        
                                                
                                                
                        
                        