রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি তাঁর সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৪৮) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার হজরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার সহধর্মিনী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লোকোমা জনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের (পার্লামেন্ট) স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু চলমান কোভিড-নাইনটিন মহামারির কারণে সময়মত তা করানো সম্ভব হয়নি।
জানা যায়, ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দুবাইর উদ্দেশে রওনা হন। উপ-প্রেস সচিব জানান, গত ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।
