চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে অবহেলিত খন্ডলিয়া পাড়ায় ‘স্বপ্নের সেতু’ নামের একটি বেইলি ব্রীজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার সুয়াবিল ইউ.পি’র ৯ ওয়ার্ডের খন্ডলিয়া পাড়ার মন্দাকিনী খালের উপর ফটিকছড়ি-হাটহাজারী সংযোগস্থলে ফিতা কেটে এ ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় অা’লীগ নেতা অালী অাকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা অা’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল অালম। এতে প্রধান অালোচক ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা অা’লীগের যুগ্ম অামান উল্লাহ চৌধুরী লিটন, সুয়াবিল ইউ.পি চেয়ারম্যান জয়নাল অাবেদীন, অা’লীগ নেতা প্রদীপ দাশ, মহিউদ্দীন, উপজেলা যুবলীগ নেতা অালমগীর, অাক্কাছ অালী, কৃষকলীগ নেতা লোকমান, নাজিরহাট পৌর যুবলীগ নেতা হাসান, মঈনু, মোহাম্মদ অালী, সুমন সিকদার, ছাত্রলীগ নেতা অাফাজ উদ্দীন বাপ্পী, ইমতিয়াজ ইয়াকুব, মুমিন, সোহেল, নাছিম উদ্দীন মিয়াসহ অারো অনেকে।