পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী তিমি।এমনকী আমরা সবাই জানি তিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। তাহলে আর সব স্তন্যপায়ীর মত তিমিকেও কী ঘুমাতে হয়! বিষয়টি নিয়ে ছিল নানা মুণির নানা মত।
প্রায় ৬০ ফুট লম্বা, ওজন ৫০ হাজার কিলোগ্রামের বেশি, প্রাণীটি কি ভাবে ঘুমায়! কতক্ষন ঘুমায়! কী পরিবেশে ঘুমায় এসব নিয়ে এক দশক আগেও সমুদ্র বিজ্ঞানীদের বেশ সংশয় ছিল।
২০০৮ সালে জাপান এবং ব্রিটেনের একদল গবেষক অতল সমুদ্রে ঘুমন্ত স্পার্ম তিমিদের সন্ধান পান।
ক্যারিবিয়ান সাগরের ডোমিনিকা দ্বীপপুঞ্জের কাছে একদল স্পার্ম তিমিকে উলম্ব অবস্থায় শুয়ে থাকতে দেখেন সমুদ্র বিজ্ঞানীরা।
তাঁরা বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এতে তিমির ঘুম নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘ দিনের ভ্রান্ত ধারণার পরিসমাপ্তি হয়।
এর আগে ২০০৭ সালে ভূমধ্যসাগরে ডাইভ করতে গিয়ে ফরাসী ফটোগ্রাফার Granzotto Stephane ঘুমন্ত তিমি দলের কিছু ভিডিও ও স্থির চিত্র ধারন করেন।
বিজ্ঞানীরা পর্যবেক্ষন করেন ৫ থেকে ৬টি তিমি সাগরে ঘুমের সময় ও স্থান ঠিক করে নেয়। এর পর কাছাকাছি দূরত্বে থেকে একবার গভীর শ্বাস নিয়ে সাগরের প্রায় ৪৫ ফিট গভীরে ডাইভ দিয়ে একই গভীরতায় উল্লম্বভাবে গভীর নিদ্রায় যায়।
বিজ্ঞানীদের দাবি, স্তন্যপায়ী প্রাণী হওয়ায় মানুষের মতোই ঘুমোয় তিমিরা। তবে তারা খুব বেশি সময়ের জন্যে পরিপূর্ণ নিদ্রাসুখ উপভোগ করতে পারে না, কারণ তিমি অনান্য সামুদ্রক প্রাণী বা মাছের মত পানিতে শ্বাস-প্রশ্বাস চালাতে পারেনা। বায়ুমন্ডল থেকে শ্বাস নেবার জন্যে কিছু সময় পরপর তাদের পানির ওপর উঠতে হয়।
লেখকঃ-
বেলাল হায়দার পারভেজ
মহাপরিচালক (ডিজি)
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট।