আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয়েছি যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তখন শেখ ফজলুল হক মনি ওই সংগঠনটির নেতৃত্বে ছিলেন। ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
যুবলীগ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। তবে গত কয়েক বছরে ক্যাসিনো কেলেঙ্কারি, চাঁদা ও টেন্ডারবাজি, কমিটি বাণিজ্যসহ বেশ কিছু কারণে সংগঠনটির ভাবমূর্তি অনুজ্জল হয়েছে। ২০১৯ সালে আসে যুবলীগের নতুন নেতৃত্ব আসে। সংগঠনের বর্তমান চেয়াম্যান শেখ ফজলুর হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমণ্ডি-৩২ নম্বর পর্যন্ত আনন্দ র্যালী ও উন্নয়ন শোভা যাত্রা অনুষ্ঠিত হবে। ওই আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করবেন- যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
