রেলপথে ঈদযাত্রার চতুর্থদিনে বেশকিছু ট্রেন নির্দিষ্ট সময়ের ১ থেকে প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল পৌনে ১০টায়।
রেলপথে ঈদযাত্রার চতুর্থদিনে বেশকিছু ট্রেন নির্দিষ্ট সময়ের ১ থেকে প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল পৌনে ১০টায়।
শনিবার ৬ এপ্রিল বিলম্ব এড়াতে কাজ করার কথা জানিয়ে কমলাপুর রেলস্টেশন ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলছেন, আগামী কয়েকদিন আরও সতর্ক থাকবেন তারা।
যাত্রীদের চাপ দেখা গেছে সড়কপথেও। গাড়ি দেরিতে না ছাড়লেও সড়কপথে যাত্রীদের অভিযোগ তাদের থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ থাকলেও কাউন্টার থেকে বলা হচ্ছে ভিন্ন কথা।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সোমবার ও মঙ্গলবার যাত্রীচাপ বাড়বে, তাই অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।