ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে প্রতিটি ঘরে শান্তির ধারা প্রবাহিত হোক: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে শান্তির অমীয় ধারা প্রবাহিত হোক— এবারের ঈদে এই ইচ্ছা পোষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেয়া বাণীতে তিনি এমন ইচ্ছা পোষণ করেন। মুসলিম বিশ্বের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ইসলাম ধর্মাবলম্বীদেরদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারাবিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহূর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ।

বিএনপি মহাসচিব আরও বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ, ভালোবাসাপূর্ণ সমাজ ও দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।