ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ সাত পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের অতিরিক্ত ডিআইজি হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন সিআইডি পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদার, এসবির মো মনিরুজ্জামান এবং পুলিশ সদর দফতরের এআইজি শেখ রফিকুল ইসলাম।
যোগদানের তারিখ থেকে জনস্বার্থে জারি করা আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
