ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রণালয়ের সব ধরনের বিশেষ বরাদ্দ বন্ধ রাখার নির্দেশ প্রতিমন্ত্রীর।

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যরা বাংলাদেশ সচিবালয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করেছেন। রবিবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই আসতে শুরু করেন বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। প্রথম দিন অনেকেই এসে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচয়পর্ব সেড়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এদিন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেছেন। এই সভাতেই কর্মকর্তাদের কয়েকদফা নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের সব ধরনের বিশেষ বরাদ্দ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা থেকে মাঠ পর্যায়ের কর্মচারী পর্যন্ত সবাইকে নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মক্ষেত্রে উপস্থিত থাকার নির্দেশ দেন।

সূত্র জানিয়েছে, সভায় প্রতিমন্ত্রী বলেন— বিশেষ কোনও কাজ না থাকলে আমি নিজেও নির্ধারিত সময়ে অফিসে আসবো।

মন্ত্রণালয়ের কোনও কাজে তদবির না করার ব্যাপারেও হুঁশিয়ার করেন নতুন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যে কোনও কাজে আপনারা তদবিরে যুক্ত হবেন না, আমাকেও যুক্ত করবেন না।’

পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে মন্ত্রণালয়ের অধীনস্ত যে সংস্থাগুলো আছে, ক্রমান্বয়ে ছুটির দিনে আমি সেগুলোতে ভিজিট করবো। এরপর আমার করণীয় নির্ধারণ করবো।’

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। দুদিন সাপ্তাহিক ছুটির কারণে রবিবার (১৪ জানুয়ারি) তারা প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে নিজ নিজ দফতরে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।