ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু ভোটের জন্য সংলাপ প্রয়োজন, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই: পিটার হাস।

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সংঘাতের স্থান নেই। সুষ্ঠু ভোটের জন্য সংলাপ প্রয়োজন। নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই।

তিনি আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) আসন্ন জাতীয় সংয়দ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

পিটার হাস বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব।

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে এমন যেকোনো প্রতিক্রিয়া, ভোটাধিকার প্রয়োগ, শান্তিপূর্ণ সমাবেশ, ইন্টারনেট ব্যবহার বাধা প্রদান, সহিংসতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

তিনি আরও বলেন, যেকোনো পক্ষের রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক নির্বাচনে কোনো স্থান নেই। আমি আশা করি সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনের দিকে এগুবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।

তিনি ভোটের আগে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতেরও তাগিদ দেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই সময় সাংবাদিকদের জানান, কেউ আসুক বা না আসুক, পরিবেশ অনুকূলে থাকুক বা না থাকুক, সময়মতই নির্বাচন হবে। আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) সংলাপে বিশ্বাস করে।

পিটার হাসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।