চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘চট্টগ্রামের উন্নয়ন, শিল্পায়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয়।
চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, সিটি প্রশাসক খোরশেদুল আলম সুজন, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় হালদা নদী থেকে পানি উত্তোলনের প্রভাব এর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে মন্ত্রী প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার জীব-বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত না করার বিষয়ে আশ্বাস দেন।