ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন মানেই আমাদের উন্নয়ন’ !

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২০ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

এই পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব অনেকের মতো প্যাঁচের কথা জানেননা বলতে পারেননা। তিনি কোন পেশাদার রাজনীতিকও নন। তাই প্যাঁচের মানুষজন অভ্যাসবশত তাঁর নানা কথায় খুঁত ধরেন। যেমন মোমেন সাহেব সর্বশেষ একটি কথা বলেছেন তাহলো ‘আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন মানেই আমাদের উন্নয়ন’। প্যাঁচের মানুষজন তাঁর এ কথায়ও প্যাঁচ ধরেছেন!
এখন আমার অভিজ্ঞতার কথা বলি। খালেদা জিয়ার আমলে বিভিন্ন সময়ে যখন ভারতে রিপোর্ট করতে যেতাম তখন থেকে ভারতের সংগে পুশইন সমস্যার সৃষ্টি। দিল্লীর বস্তিগুলো থেকে অবৈধ বাংলাদেশিদের তারা ধরে এনে সীমান্ত পুশইন করতো আর আমরা চিৎকার করে বলতাম এরা বাংলাদেশি না। বাংলাভাষী ভারতীয়।
অথচ সীমান্তে গিয়ে জিরো পয়েনটে আটকা এমন মানুষজনের সংগে আমি কথা বলে দেখেছি এরা আসলে গরিব বাংলাদেশি। কাজের জন্য ঢাকা আসার চাইতে ভারতে চলে যাওয়া তাদের সহজ বলে সেখানে কাজ করতে গিয়েছিল। আমার তখন খুব কষ্ট হতো রাজনৈতিক কূটনৈতিক কারনে আমরা আমাদের গরিব বাংলাদেশিদেরও সুবিধামতো অস্বীকার করে বসি!
তখন থেকে ভারতীয়দের একটি নীতি নির্ধারণী সিদ্ধান্ত আমার চোখে আসে। তাহলো তারা নানাভাবে বাংলাদেশকে এটাসেটা সাহায্য দিয়ে সাধারন বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন নিয়েও ভাবতো যাতে এই মানুষগুলো অন্তত ভারতে না যায়। কারন এদের এভাবে পুশইনের সময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও ভারত সরকারের সমালোচনা করতো।
এখন বাংলাদেশের অবস্থা অনেক পাল্টেছে। আগেরমতো মানুষজন কথায় কথায় অবৈধভাবে ভারত যেতে চায় না। বা যাবার দরকার পড়েনা। এরপরও বাংলাদেশের গরিব মানুষদের সহায়তার ভারতের সেই নীতিটি বহাল আছে। ছাত্র বৃত্তি সহ নানাভাবে তারা সেটি দিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতেও একটা রোহিঙ্গা নিতে রাজি না হলেও কয়েকদিন পর এটা সেটা দিয়েছে। এখনও দিচ্ছে।
আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি রাজনীতিকদের মতো প্যাঁচখেলে না বলাতে পড়েছেন সোশ্যাল মিডিয়ার নতুন সমালোচনায়। যেভাবেই দেখেন বাংলাদেশ ভারত দুই দেশ ভালো থাকলে তাতে দুইদেশেরই লাভ। দুনিয়াতে সবারই ভালো প্রতিবেশী লাগে। বড় প্রতিবেশী তথা বড় মাছের লোভ বরাবর একটু বেশি থাকে। ছোট মাছের সব সময় অভিযোগ থাকে বড়র বিরুদ্ধে। বাংলাদেশ যদি বড় মাছ হতো এই অভিযোগ তখন বাংলাদেশের বিরুদ্ধে করতো ভারত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।