ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় হ্যালো ডাক্তারের ফ্রি চিকিৎসা ক্যাম্পে !

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২০ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

মানুষ মানুষের জন্য ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর সহযোগিতা”হ্যালো ডাক্তার “কর্মসূচী শুভ উদ্ববোধন করেন চসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।আরো ছিলেন আওয়ামী লীগ মনোনীত,ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী (৯,১০,১৩) তছলিমা নুরজাহান রুবী !

১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় ও পরিচালনায
এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় নগরীর টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হ্যালো ডাক্তারের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবাদান কার্যক্রম আজ যাত্রা শুরু করে ! আজকের ফ্রি চিকিৎসা ক্যাম্পে
১৫০ জন রোগীকে বিনামূল্যে, চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয় !

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী,তিনি তার বক্তব্যে বলেন এটি এমন একটি সময় যখন মানুষজন করোনা ভাইরাস ছাড়া আর কিছু নিয়ে কথা বলছে না। এর মাঝেই পৃথিবীর অসংখ্য মানুষ ঘরের ভেতর স্বেচ্ছাবন্দী হয়ে থেকেছে। এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন ঘর থেকে বের হয়ে আবার আগের জীবনে ফিরে যাবে। কতোখানি আগের জীবনে ফিরে যেতে পারবে, সেটা নিয়েও অনেকের ভেতর সন্দেহ। ঘর থেকে বের হলেও হয়তো মুখে মাস্ক লাগিয়ে বের হতে হবে, একজন থেকে আরেকজনকে সবসময় দূরে দূরে থাকতে হবে, শুধু তাই নয়, কে জানে হ্যান্ডশেক জাতীয় বিষয়গুলো পৃথিবী থেকেই উঠে যাবে কী না! সেগুলো হচ্ছে ভবিষ্যতের ব্যাপার, আপাতত আমরা অপেক্ষা করছি কখন এই ভয়াবহ দুর্যোগটি নিয়ন্ত্রণের মাঝে আসে।করোনা সামাজিক সংক্রমণ মোকাবিলায় দিনরাত ২৪ঘন্টায় ভ্রাম্যমাণ এবং হোম সার্ভিস জরুরি স্বাস্থ্য ভালোবাসা এবং চিকিৎসা সেবা দিয়ে একজন রোগীকে সুস্হ করা সম্ভব, কোভিড ১৯বা নন কোভিড সবধরনের চিকিৎসা দেব, করোনাকে জয় করে, আমরা সর্বদাই পাশে আছি এবং থাকব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে হ্যালো ডাক্তার কার্যক্রমের ব্যবস্থাপক, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত,ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন,,,
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর উপ-দপ্তর সম্পাদক বাবু জহর লাল হাজারী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী (৯,১০,১৩) তছলিমা নুরজাহান রুবী, আবুল হাসেম শাহ (যুগ্ন সাধারণ সম্পাদক, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড), ইয়াকুব মজুমদার (সদস্য, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড), হায়দার আলী ( সদস্য, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড), নাসরীন রসুল (মহিলা নেত্রী)
(মহিলা নেত্রী ) শিক্ষিকা সবিতা রানী বিস্বাস,,
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আবু বক্কর সিদ্দিক (সদস্য, চট্টগ্রাম মহানগর যুবলীগ), বীর মুক্তিযোদ্ধা মোঃ নাছির উদ্দীন, মোঃ নাসির (সদস্য, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড), সাবেক ছাত্রনেতা, তরুণ আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, খালেদ মোশারফ রকেট, জাভেদ খান, আবদুল জব্বর, আবুল কালাম আজাদ, আবদুল মালেক, মোঃ মানিক, মোঃ সাদেক তালুকদার, আজকের ফ্রি ক্যাম্প পরিচালনাকারী ফ্রন্ট লাইনার হ্যালো ডাক্তার এর প্রধান উপদেষ্টা ডাক্তার সজীব তালুকদার, ডাঃ সসীম বিশ্বাস, ডাঃ বিদ্যুৎ ভূষণ দাশগুপ্ত, ডাঃ শ্যামল সেন, ডাঃ রাসেল নাথ, ব্রাদার প্রদীপ মারমা, সোমা মারমা, রোজী চক্রবর্তী সাহা, ইমরান, হ্যালো ডাক্তার এর নির্বাহী পরিচালক ইরফান কাদরী সহ চট্টগ্রাম মহানগর ও অত্র ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ,,

দৈনিক অপরাজিত বাংলা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।