বয়সের ভিত্তিতে সিনেমাকে কয়েকটি রেটিং এ বিভক্ত করা হয়েছে ! যেগুলি হল –
১) R , M , A রেটিং :- এই তিনটে রেটিং প্রায় একই৷ এই রেটিং যুক্ত মুভি গুলিতে sex ,nude সিন, ড্রাগ ও অনান্য মাদক দ্রব্যের অতিরিক্ত সেবন, খুব ভায়োলেশন থাকে তাই এই সিনেমা গুলি ১৮+ অডিয়েন্স এর জন্য।
২) PG রেটিং: এই ভুভি গুলি বাচ্চাদের দেখা যাবে এবং এক্ষেত্রে অভিভাবকদের পরামর্শ দেওয়া উচিত কোনটা ঠিক বেঠিক।
৩) PG 13 : এই ভুভি গুলি 13 বছরের কম বাচ্চাদের দেখা উচিত নয় দেখলেও বাবা মায়ের সঙ্গে এক সঙ্গে দেখা উচিত এবং অভিভাবকদের গাইড করা দরকার।
৪) NC 17 : এই রিটিং যুক্ত মুভি গুলি17 বছরের নীচে বাচ্চাদের জন্য একেবারেই নিষিদ্ধ ,এতে প্রচুর adult সিন থাকে ৷
৫) G rated : এই রেটিং যুক্ত মুভি গুলি সকল বয়সের দর্শকদের জন্যৃ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।