চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বেকারী পণ্য বিক্রয় করার অপরাধে ২ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বেকারী পণ্য ধ্বংস করেছে র্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৩ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।এসময় আরো উপস্থিত ছিলেন ইয়াছিনুল হক চৌধুরী, নিরাপদ খাদ্য, স্যানিটারী ইন্সপেক্টর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে কৃত্রিম রং মিশ্রণ, মেয়াদ উত্তীর্ণ বেকারী পণ্য সংরক্ষণ ও বিএসটিআই-এর অনুমোদনবিহীন বাজারজাত করার অপরাধে বিএসপি ফুড প্রোডাক্টস লি.-এর ম্যানেজার মো. আমিনুল ইসলামকে ২১ লাখ টাকা এবং মেরিডিয়ান ফুড লি.- এর ম্যানেজার মো. মাস্টার সুমনকে ৯ লাখ টাকা জরিমানা ও ফ্যাক্টরি এজিএম অপারেশন মো. ফয়জুল ইসলামকে ১৩ লাখ টাকা জরিমানাসহ সর্বমোট ৪৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। তিনি আরও বলেন, এসময় বিএসপি ফুড এবং মেরিডিয়ান প্রতিষ্ঠান দুটি হতে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল পন্য জব্দ করা হয়। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ বেকারী পণ্য ধ্বংস করা হয়েছে এবং আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরো বলেছেন আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে ।