ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের আজ বিশেষ অধিবেশন।

স্টাফ রি‌পোর্টার।
নভেম্বর ৮, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়।

রোববার বিকেলে শোক প্রস্তাবের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২০ জাতীয় সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডেভোকেট আনিসুল হক।

এছাড়াও বিশেষ এই অধিবেশনে আগামীকাল সংসদে জাতির পিতার বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এছাড়াও সংক্ষিপ্ত এই অধিবেশনে সংসদ সদস্যরাও জাতির পিতার জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন।

গত মার্চে এই বিশেষ অধিবেশন বসার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) নং দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে চলে নবম অধিবেশন। প্রতি কার্যদিবসে ৭০-৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়। করোনাভাইরাসের কারণে মাঝখানে গ্যাপ দিয়ে-দিয়ে আসন বিন্যাস করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।