ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় ভাবাবেগে আঘাত: “বিগ বি” ও “কৌন বানেগা ক্রোড়পতি” বিরুদ্ধে মামলা।

‌বি‌নোদন ডেস্ক।
নভেম্বর ৩, ২০২০ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ধর্মীয় ভাবাবেগে আঘাত, অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

ইন্ডিয়া টি‌ভি রিয়্যালিটি শো জগ‌তের সব‌চে‌য়ে জন‌প্রিয় ও ব্যায়বহুল শো কৌন বানেগা ক্রোড়পতি ও এর সঞ্চালকের বিরু‌দ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার কার‌নে মামলা করা হ‌য়ে‌ছে।

কৌন বানেগা ক্রোড়পতির সিজন ১২ নিয়ে উত্তে’জনা দর্শকমহলে। কারণ যদিও সম্পূর্ণ নে’তিবাচক’ই। ডাঃ বিআর আম্বেদকরকে নিয়ে প্রশ্ন করায় চটল দর্শকরা। হিন্দুদের ভা’বাবে’গে আ’ঘা’ত হে’নেছে বহু পুরনো এই রিয়্যালিটি শো। প্রশ্নের সঠিক উত্তরের বিনিময় লাখ থেকে কোটি কোটি টাকা।

পর্বটি চলাকালীন একটি প্রশ্ন ছিল ছ’লাখ চল্লিশ হাজারের জন্য। প্রশ্নটি ছিল মনু স্মৃতি নিয়ে। প্রশ্নটি হল, ১৯২৭ সালের ২৫ ডিসেম্বর, ডাঃ বিআর আম্বেদকর এবং তার অনুগামীরা কোন ধর্মগ্রন্থ পু’ড়িয়েছিলেন। চারটি বিকল্পে ছিল, বিষ্ণুপূরাণ, ভগবত গীতা, ঋগ্বেদ এবং মনুস্মৃতি। সঠিক উত্তর হল মনুস্মৃতি।

প্রশ্নটির উত্তর দেওয়ার পর অমিতাভ বচ্চন বিআর আম্বেদকরের বিষয় বলতে থাকেন, যে তিনি কীভাবে জাত, ধর্ম ভেদাভেদের বি’রু’দ্ধে রু’খে দাঁড়িয়েছিলেন। সমাজের উচ্চস্তরে থাকা ব্যক্তিদের বিরো’ধিতা করেছিলেন। এই পর্বের পরই নে’টদুনিয়ায় উঠেছে ঝড়। অমিতাভ বচ্চন এবং কৌন বানেগা ক্রোড়পতি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। নে’টিজেনরা ইতিমধ্যেই নি’ন্দা শুরু করেছে। যার পরই মামলা দায়ের হয়েছে বর্ষীয়ান অভিনেতা এবং অনুষ্ঠানের বি’রু’দ্ধে।

গত বারো বছর ধরে দর্শকবৃন্দদের এভাবেই বিনোদনের জোগান দিয়ে এসেছে অমিতাভ বচ্চন দ্বারা সঞ্চালিত এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠান এবং অমিতাভের বিরুদ্ধেই এবার মামলা দায়ের হল। অনুষ্ঠানের এই পর্বের বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন অভিনেতা অনুপ সোনি এবং সমাজকর্মী বেজওয়াড়া উইলসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।