তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
টানা ভারিবর্ষণে পাথরাজ নদী প্লাবিত হয়ে বোদা পৌর এলাকার ৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। একহাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বোদা উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী আজ সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বন্যা পরিস্থিতির সার্বিক খবর রাখছেন। মন্ত্রী বন্যার্তদের পাশে থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।