ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রোজেক্টের চালু হতেই ভরা ক্লা‌সে ফুটে উঠল নীল ছ‌বি!

আন্তর্জা‌তিক ডেস্ক।
নভেম্বর ২৬, ২০২০ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নির্দিষ্ট সময়ে প্রোজেক্টরের মাধ্যমে নিজের ক্লাসও শুরু করে দিয়েছিলেন সেই শিক্ষক। কিন্তু প্রোজেক্টের চালু হতেই যা ফুটে উঠল, তা এক কথায় অভাবনীয়।

কথা ছিল, স্যার ক্লাসে এসে নতুন বিষয় সম্পর্কে বোঝাবেন। সেই মতো নির্দিষ্ট সময়ে এসে প্রোজেক্টরের মাধ্যমে নিজের ক্লাসও শুরু করে দিয়েছিলেন সেই শিক্ষক। কিন্তু প্রোজেক্টের চালু হতেই যা ফুটে উঠল, তা এক কথায় অভাবনীয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’—এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি তাইওয়ানের নিউ তাইপেই সিটির একটি কলেজের।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক শিক্ষক ভরা ক্লাসে প্রোজেক্টরের মাধ্যমে একটি ভিডিও চালান। তার পরেই পর্ন ক্লিপ চালু হয়ে যায়। যা দেখে হাসিঠাট্টায় মেতে ওঠেন ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীরা। পরে ভুল বুঝতে পেরে ভিডিওটি বন্ধ করে দেন ওই শিক্ষক।

ক্লাসে উপস্থিত কোনও এক পড়ুয়া গোটা ঘটনার ভিডিও আপলোড করে দেন সোশ্যাল সাইটে। তার পরেই ২০ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

তবে এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার এমন ঘটনা সামনে এসেছে। এ বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কানাডার টোরান্টো বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।