চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে আলোচিত গৃহবধু মা মনি বালা হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শ্যামল (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের পিনপিনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামী শ্যামল হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামের মৃত বিরাজ মোহন দে’র পুত্র।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ এপ্রিল দিনগত রাতে হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামে গৃহবধু মা মনি বালা দে’কে গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয়। খুনিরা এ সময় নিহত গৃহবধুর শ্বশুর মিলন কান্তি দে’কে ছুরিকাঘাত করে পেটের নাড়িবুড়ি বের করে ফেলে। ঘটনার পরদিন মামনি বালার স্বামী রূপন দেশে ফিরে ভূজপুর থানায় বাদী হয়ে ২ জনকে সুনির্দিষ্ট ও ২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে। পরে মামলা তুলে নিতে রূপনকে নানাভাবে হুমকী প্রদান করে আসামী শ্যামল।