আজ রোববার (৬ চট্টগ্রাম মহানগরে হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট নিয়ম করে দেয়া হয়েছে। কিন্তু নিয়মকানুনের তোয়াক্কা নাকরে অনেকেই সারাদিন রাস্তা দখল করে থাকে যা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। চট্টগ্রামের নতুন প্রশাসক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জনাব আলহাজ্ব খোরশেদ আলম সুজন এসব অনৈতিক ও অবৈধ কাজের বিরুদ্ধে শক্ত অবস্থাননিয়েছেন। চট্টগ্রামের আপামর জনগন উনার এই শক্ত অবস্থান ও কার্যক্রমের প্রতি শতভাগ সমর্থন দিচ্ছেন, আমরা সবাইউনার এই শক্ত অবস্থানের সাথেই আছি।) বিকালে নগরীর নিউ মার্কেট ও স্টেশন রোড এলাকা পরিদর্শনের সময় তিনি হকারনেতাদের শাসিয়ে বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মের বাইরে ফুটপাতে হকার বসা যাবে না। সড়ক কারো বাপের নয়।সড়ক যারা দখল করবে, তাদেরকে পেটানো হবে। আমরা তাদেরকে উচ্ছেদ করতে চাইনা। তবে তারা মানুষের পথের কাটা হতেপারবে না। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা নির্ধারিত জায়গায় ব্যবসা করবে। সবার গায়ে থাকবে নির্ধারিত পোশাক।কথা আর কাজে মিল না থাকলে কাউকে ছাড় দেয়া যাবে না।
এই ঘোষণার সাথে একাত্ম প্রকাশ করে শিক্ষা উপমন্ত্রী নওফেল ওনার ভেরিফাইড ফেইসবুক পেজে যা লিখেন তা হুবুহু তুলেধরা হলো
চট্টগ্রাম মহানগরে হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট নিয়ম করে দেয়া হয়েছে। কিন্তু নিয়মকানুনের তোয়াক্কা না করে অনেকেইসারাদিন রাস্তা দখল করে থাকে যা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। চট্টগ্রামের নতুন প্রশাসক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জনাব আলহাজ্ব খোরশেদ আলম সুজন এসব অনৈতিক ও অবৈধ কাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। চট্টগ্রামেরআপামর জনগন উনার এই শক্ত অবস্থান ও কার্যক্রমের প্রতি শতভাগ সমর্থন দিচ্ছেন, আমরা সবাই উনার এই শক্ত অবস্থানেরসাথেই আছি।