নেইমারের জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে একতরফা ম্যাচে তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাঞ্জার্সকে।
নতুন মৌসুমের শুরুর দিকটায় শনির দশা লেগেছিল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ওপর। সেই ধকল ধীরে ধীরে কাটিয়ে উঠছে টমাস টুখেলের দল। ফ্রেঞ্চ লিগ ওয়ানে জোড়া হারের পর টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে পিএসজি। তন্মধ্যে শুক্রবার রাতেই এলো সবচেয়ে বড় জয়টা।
ঘরের মাঠে বিশাল এই জয়ের নায়ক নেইমার। দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এ ছাড়া সতীর্থ ইদ্রিসা গায়াকে দিয়েও করিয়েছেন আরো এক গোল।
পার্ক ডু প্রিন্সেসে পিএসজি যে বড় ব্যবধানে জিততে চলেছে সেটার আভাস মিলেছে প্রথমার্ধেই। সাত মিনিটে আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি লিড এনে দেন দলকে। এরপর বিরতির আগে ও পরে নেইমারের দুই গোল। ৫২ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ইসমাইল ত্রাওরে। এই গোলটা যেন আরো তাতিয়ে দিয়েছে পিএসজিকে।
স্বাগতিকরা গোল করল আরো তিনটি। স্কোরার শিটে নাম তুললেন জুলিয়েন ড্র্যাক্সলার, গায়া ও কিলিয়ান এমবাপ্পে। তবে মধ্যমণি হয়ে থাকলেন শুধুই নেইমার। নতুন মৌসুমে কাল রাতেই তিনি পেয়েছেন প্রথম গোলের দেখা। তবে নিষেধাজ্ঞার কারণে এদিনও খেলতে পারেননি অ্যাঙ্গেল ডি মারিয়া।
অলিম্পিক মার্শেই ম্যাচে মারপিট করে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। তাকে ছাড়া আরো দুটি ম্যাচ খেলতে হবে পিএসজিকে। অবশ্য ডি মারিয়াকে ছাড়া সময়টা খারাপ যাচ্ছে না টুখেলের দলের। টানা চার জয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে পিএসজির। ১২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে অপরাজিত রেঁনে।