রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় বাল্যবিবাহ ভেঙ্গে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ জীবন মন্ডল ।
সোমবার দুপুরের পর মহিপুরের মৎস্যবন্দর আলীপুর এলাকায় এ বিয়ের আয়োজন করা
হলে গোপন সংবাদের ভিত্তিতে মেয়ের বাবার অঙ্গীকারনামা রেখে এ বাল্যবিয়ে ভেঙ্গে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীপুর এলাকার মো: ফারুক হোসেনের মেয়ে মোসা: ফেরদৌসি’র (১৬) সাথে একই এলাকার বেল্লাল গাজীর ছেলে ফেরদৌসে’র (২১) বিয়ের আয়োজন চলছিল । এসময় স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে ভেঙ্গে কন্যার পিতার কাছ থেকে বাল্যবিয়ে না দেয়ার লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়। এ সময় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।