ঢাকাবৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী স্বামী মৃত্যর পর ঝুপড়ি ঘরে বসবাস।

তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধি।
জানুয়ারি ৭, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

স্বামী মৃত্যর পর অসহায় ভাবে দিন যাপন করে ঝুপরি ঘরে বসবাস করছে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মনোয়ারা বেগম। বিধবা স্ত্রী একটি বাড়ি চায় সরকারের কাছে ।
উপজেলা শালবাহান ইউনিয়নের ছোপাগছ গ্রাামের বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন মারা যায় প্রায় ৪ বছর আগে। মারা যাওয়ার আগ মূহুর্ত পর্যন্ত তার ২য় স্ত্রী সন্তান নিয়ে মাত্র ৪ শতক জমির উপর ঝুপড়ি ঘর তুলে বসবাস করছিলেন।
প্রথম স্ত্রী তার সন্তানদের সাথে ঢাকায় থাকেন। প্রথম স্ত্রীর সন্তানরা ঢাকায় অন্যের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে। এদিকে ২য় স্ত্রী মনোয়ারা বেগম ও তিন সন্তান নিয়ে গ্রামে বসবাস করতেন। স্বামী মৃত্যুর পর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দুই স্ত্রী সমান ভাগে বন্টন করে নেন। এভাবেই সংসার চালিয়ে থাকেন। ছেলে দেলোয়ার হোসেন ট্রাকের হেলপারি করে সংসারের জোগান দিতেন। দুর্ভাগ্যের শিকার গত ২৯ ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় সে। সংসারে জোগান দেয়া এক মাত্র সন্তানকে ৪ বছরের মাথায় হারিয়ে আরো অসহায় হয়ে পড়েন। শিশু নাতি নিয়ে কোন মতে দিনাতিপাত করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।