ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বুধবার থে‌কে বন্ধ হ‌য়ে যা‌চ্ছে ক‌রোনা ভাইরাস সংক্রান্ত নিয়‌মিত স্বাস্থ্য বু‌লে‌টিন।

ঢাকা প্র‌তি‌নি‌ধি
আগস্ট ১১, ২০২০ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন বন্ধ হতে যাচ্ছে। বুধবার (১২ আগস্ট) থেকে দুপুর আড়াইটায় নিয়মিত এই বুলেটিন আর হবে না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার থেকে গণমাধ্যমের কাছে প্রেস রিলিজ আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে ব‌লে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়। ত‌বে মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে অনলাইনে।

স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত কয়েক মাস ধরে একটানা হেলথ বুলেটিন প্রচার করতে গিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক প্রকার অসুস্থ হয়ে পড়েছেন প্রতিদিন আক্রান্ত মৃতের খবর পড়তে পড়তে তার ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে তাছাড়া তিনি শারীরিকভাবেও কিছুটা অসুস্থতা বোধ করছেন সার্বিক বিবেচনায় স্বাস্থ্য বুলেটিন প্রচার বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

উল্লেখ্য যে, আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়‌মিত এ ব্রি‌ফিং শুরু করেন। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস ইস্যুতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্র‌তিষ্ঠান‌টির প‌রিচালক নি‌জেই এ সংক্রান্ত ব্রি‌ফিং গনমাধ্য‌মে প্রচার কর‌তেন। পরে প্র‌ষ্ঠিান‌টির সা‌থে স্বাস্থ্য অধিদপ্তরও সরাসরি ব্রিফিংয়ে যুক্ত হয়।

পরবর্তি‌তে মার্চের শেষের দিকে অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান, ডা. ফ্লোরার পরিবর্তে নিয়মিত ব্রিফিং পরিচালনা করতে থাকেন । প্রথম‌দি‌কে বিকেল ৩টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও প‌রে অ‌ধিদপ্তর তা দুপুর আড়াইটায় ব্রিফিংয়ের সময় চূড়ান্ত করে।

অবস্থা প‌রি‌প্রে‌ক্ষি‌তে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয়। জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সাংবাদিকরা ওই সময় ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ পেতেন।

কিন্তু অ‌ধিদপ্তর সাংবাদিকদের জুম প্লাটফ‌র্মের মাধ্য‌মে যুক্ত হওয়ার বিষয়‌টি বাদ দেয় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এবং ব্রিফিং’কে ‘বুলেটিন’ আকারে উপস্থাপন ক‌রে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা স্বাস্থ্য বুলেটিনে নিয়মিতভাবে তথ্য উপস্থাপন করতেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।