ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত।

নি‌জেস্ব প্র‌তি‌নি‌ধি
আগস্ট ১৮, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

১৮ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে এক মর্মা‌ন্তিক প্রাণহানীর ঘটনা ঘটে।

ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে শিশুসহ আটজন নিহত হয়। নিহত সক‌লে একই প‌রিবা‌রের।

নিহত ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচাঁন গ্রামের মিলন (৬০), বেগম (৩০) ও বুলবুলি (৭) এবং গফরগাঁও উপজেলার মশাখালি গ্রামের পারুল বেগম(৪৫), রেজিয়া (৭০), রিপা (২৫), শামছুল হক (৬০) ও নবী হোসেন (৩০)। তারা তাদের এক স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য মাইক্রোবাস ভাড়া করে ভালুকা থেকে নালিতাবাড়ী যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

জীবিত অবস্থায় উদ্ধার হন ভালুকার শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), রাজু (২৭),পাগলার হাবীব ৫৫) ও গফরগাঁওয়ের রতন (৫৫)।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, নিহতদের মধ্যে একজন শিশু, ৫ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শারফুলের খালাত ভাই শেরপুরের নালিতাবাড়ীতে মারা যান। তাই তারা ভালুকা, তারাকান্দা, গফরগাঁও ও পাগলার আত্মীয় নিয়ে মাইক্রোবাসযোগে রওনা হন তারা। ফুলপুর পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একে একে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আর জীবিত উদ্ধার করা হয় আরও ৬ জনকে।

গাড়ির চালক এখনও পলাতক। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনার পর যান চলাচল বেশকিছুক্ষন বন্ধ ছি‌লো, প‌রে পু‌লি‌শের হস্তক্ষে‌পে পুনরায় যান চলাচল স্বাভা‌বিক হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।