যশোর রামনগরে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কীটনাশক পানে রাসেল হোসেন (১৭) নামে এক নসিমন চালক আত্মহত্যা করেছে। সে সতীঘাটা তোলাগোলদারপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রেজাউল করিম খোকনের ছেলে।
সূত্র জানায়, যশোর রাজারহাট এলাকার এক নারীকে পছন্দ করতো রাসেল। সেই সুবাদে ওই নারীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের পরিবার বিয়ের প্রস্তাবে রাজী না হলে রাসেল অভিমান করে মঙ্গলবার সকালে কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত সম্পন্ন ও জানাজা শেষে আশ্রয়ন প্রকল্পের কবরস্থানে তাকে দাফন করা হয়।এলাকাবাসী জানায় খুবই দুঃখ জনক একটি ঘটনা ঘটেছে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান এর জন্য আত্মাহত্যা এমন ঘৃনীত কাজ পরিবার হোক সমাজ হোক যুবসমাজের থেকে কেউ আশা করে না।