ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সম্বলহীন ও দুস্থ‌দের জন্য বিনামূ‌ল্যে ভ্যাক‌সিন দে‌বে সরকার- শিল্প প্র‌তিমন্ত্রী।

ঢাকা প্র‌তি‌নি‌ধি।
জানুয়ারি ১২, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। এরই অংশ হিসেবে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ইব্রাহিমপুর ব্রাঞ্চ প্রাঙ্গনে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিল্প প্রতিমন্ত্রী। এ সময় তিনি ঘোষণা দেন ঢাকা ১৫ আসনের সামর্থ্যহীনদের মাঝে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া হবে। বলেন, দুস্থ মানুষের পাশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় পাশে ছিল এবং থাকবে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর ইব্রাহীমপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে আছে জানিয়ে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানান শিল্পপ্রতিমন্ত্রী। বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে।

অসহায় মানুষের জন্য শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেনসহ ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। শীতবস্ত্র কম্বল পেয়ে আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারের মঙ্গল কামনায় আল্লাহর দরবারে দোয়া করেন সম্বলহীন এসব মানুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।