ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনায় রা‌শিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন অ‌স্ত্রের আক্রমন

আন্তর্জা‌তিক ডেস্ক
অক্টোবর ১৭, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, ইউক্রেনজুড়ে সামরিক ও জ্বালানি স্থাপনায় উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করে ‘বড় ধরনের’ আঘাত হেনেছে তারা।

নিজেদের প্রতিদিনের ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ হামলায় ইউক্রেনের শহরগুলোতে ‘নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে’ এবং খেরসনে ইউক্রেনের সেনাদের হামলা রুখে দেওয়া হয়েছে।

সোমবার রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালানোর পর এমন তথ্য জানিয়েছে রুশ মন্ত্রণালয়। জানা গেছে, কিয়েভে রুশ হামলায় তিনজন ব্যক্তি নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান কাইরাইলো তাইমোশেঙ্কো হামলা ও নিহতের ব্যাপারে টেলিগ্রামে লিখেছেন, এখন পর্যন্ত, বসতবাড়িবাড়িতে কামিকাজে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।

সোমবার কিয়েভে বিমান হামলার সাইরেন বাজার পর পরই অন্তত ৪টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সময় সকাল ৭টার দিকে বিস্ফোরণগুলো ঘটে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো জানান, হামলায় কেন্দ্রীয় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।