ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ক‌বিতাঃ ক‌রোনা

ক‌বি মো: আশরাফুল ইসলাম
সেপ্টেম্বর ১, ২০২০ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

কবি: মো: আশরাফুল ইসলাম।

করোনা মানে পুষ্প মুকুট, যা করাই মনটা কুটুস-কুটুস;
সারা সকাল, সারা বেলা, সারা দিবা-রাত্রী, মন করে ফুটুস-ফুটুস।
‘কোভিট-19’ নামে উহান নগরী চীনে কী এলো রে ভাই;
ঘরে ছাড়া থাকার কোন উপায় যে আর নাই।

শত বছর পরে আসে বৈশ্বিক মহামারি জানান দেয় তো অতীত,
তাইতো মোরা করিতে পারি না সু-চিকিৎসা রোগীর সহিত।

করোনা করবে না কারও প্রতি করুনা;
যদি আমরা নিজ হতে না ভাবি সচেতন ভাবনা।

আল্লাহ্ ছাড়া ক্ষমতা নাই কোন ডাক্তার, বৈদ্য, আলেম ওলামার;
করোনা থেকে বাঁচবে জীবন, যদি করি বাস্তবায়ন সু-চিকিৎসার।

আল্লাহ্ মহান, আল্লাহ্ দয়াল পার করিবে তোরে;
ঠান্ডা মাথায় চিন্তা করে বুদ্ধি খাটাও জোরে।
মহামারি নিধোনকালে ঘরে বয়ে থাক,
জায়নামাজে বয়া-বয়া আল্লাহ্-আল্লাহ্ ডাক।

কবি পরিচিতি:

ক‌বি মো: আশরাফুল ইসলাম ১৯৮৪ সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ব্যবস্থাপনা বিভাগ হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী এবং সর্বশেষ একই বিভাগ হতে ” বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর খুদ্র ও মাঝারি অর্থায়নে সমস্যা ও সম্ভাবনা ” শীর্ষক বিষয়ের উপর এম. ফিল ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেডে কর্মরত আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।